ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছিলেন মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন।
এরপর ৯২ বছর জীবনে ৩৬টি ভাষায় গান করেন লতা। সংগীত ক্যারিয়ারে প্রায় সাড়ে ৭ হাজার গান গেয়েছেন তিনি।
সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোসলের। তিনি প্রায় ১০ হাজার গানে কন্ঠ দিয়েছেন।
কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন লতা।
সম্প্রতি তার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়।
শনিবার দুপুরে চিকিৎসকেরা জানান, গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক। তখন থেকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
ভক্ত, পরিবারের সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন। চিকিৎসকেরাও চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলে যান কিংবদন্তি এ শিল্পী।