• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৩২ বছর পর শিল্পী সমিতির দায়িত্বে ইলিয়াস কাঞ্চন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১০:০৫ এএম
৩২ বছর পর শিল্পী সমিতির দায়িত্বে ইলিয়াস কাঞ্চন

৩২ বছর পর দ্বিতীয়বার বাংলাদেশ শিল্পী সমিতির দায়িত্ব পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট।

শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের শুরু থেকেই বিপুল আলোচনা চলছিল। আগের বারের বিদায়ী কমিটি মিশা সওদাগর এবং জায়েদ খানের নির্বাচন করার কথা আগেই শোনা গিয়েছিল। গুঞ্জন ছিল ইলিয়াস কাঞ্চন অভিনেত্রী নিপুণের সঙ্গে নতুন প্যানেল ঘোষণা করবেন। এরপর মাসখানেক আগে নির্বাচনে আসার জন্য এক সপ্তাহ সময় নেন ইলিয়াস কাঞ্চন। পরে সংবাদ সম্মেলন করে তিনি আবারও নির্বাচনে আসার ঘোষণা দেন।

ইলিয়াস কাঞ্চন জানান, তার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অনুরোধে এবং শিল্পীদের দুর্দশার কথা চিন্তা করে তিনি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এলেন এবং জয়ও করলেন।

এর আগেও একবার শিল্পী সমিতির দায়িত্বে ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯ সালে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এরপর বিনোদন অঙ্গন থেকে খানিকটা দূরেই ছিলেন ‘বেদের মেয়ে জ্যোৎস্নাখ্যাত’ অভিনেতা। তবে বিদায়ী কমিটির সঙ্গে দুই মেয়াদে উপদেষ্টা হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতির নবম সভাপতি নির্বাচিত হলেন। এর আগে নায়করাজ রাজ্জাক, খলিল উল্লাহ খান, আহমেদ শরীফ, আলমগীর, মাহমুদ কলি, মিজু আহমেদ, শাকিব খান এবং মিশা সওদাগররা বিভিন্ন মেয়াদে এই সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন।

এদিকে ইলিয়াস কাঞ্চন জিতলেও হেরে গেছেন তার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদকের চেয়ার ধরে রেখেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি ১৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

Link copied!