বলিউড ভাইজান সালমান খান ভক্তদের প্রতি ঈদে সিনেমা উপহার দিয়ে থাকেন। এক দশকের বেশি সময় ধরে ঈদ এলেই নতুন সিনেমা নিয়ে হাজির তিনি। যদিও করোনার জেরে গত দুই বছর সেই নিয়মের ব্যতিক্রম দেখা গিয়েছে। তবে এবার ভক্তদের হতাশ করছেন না সালমান। এই ঈদে মুক্তি পাবে সালমান খানের মেগা প্রোজেক্ট ‘কাভি ইদ কাভি দিওয়ালি’। এতে সালমানকে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো অল্প বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে দাবাং খানকে, এবার পালা পূজার। বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট পূজা।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার জানিয়েছেন, পূজা সালমানের নায়িকা হিসেবে এই ছবির জন্য সেরা বাছাই। এই ছবিতে একদম নতুনভাবে দেখা যাবে সালমান খানকে। এখনও ছবিতে সালমানের লুক কী হবে তা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে পূজাকে ছোট শহরের মেয়ে হিসেবে তুলে ধরা হবে।