• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২০ মে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৮:৫৫ পিএম
২০ মে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’

আগামী ২০ মে মুক্তি পাচ্ছে নির্মাতা রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এটি এই নির্মাতার তৃতীয় সিনেমা। শনিবার (১৯ মার্চ ) এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

‘বসন্ত বিকেল’ নায়িকা হুমায়রা সুবহার প্রথম সিনেমা। তার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র ও তানভীর তনু।  

মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে হাতে হাত রেখে বেড়ে ওঠা দুই স্বপ্নবান হিন্দু তরুণ-তরুণীর গভীর প্রেমের বিয়োগান্ত পরিণতির সিনেমা ‘বসন্ত বিকেল’।

সিনেমাটি কাউকে হতাশ করবে না জানিয়ে নির্মাতা রফিক সিকদার বলেন,‘‘অনেক ত্যাগ, কষ্টের বিনিময়ে সিনেমাটি নির্মাণ করেছি। সিনেমাটি কাউকে হতাশ করবে না। আমি কোনো প্রযোজকের টাকা শুধু শুধু খরচ করতে চাই না।’’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেতা ওমর সানি বলেন, অভিনেত্রী শাহনূর বলেন, চিত্রনায়ক জয় চৌধুরী ও ‘বসন্ত বিকেল’সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

এ সিনেমার চিত্রায়ণ ২০১৯ সালে ডিসেম্বরে শুরু হয়েছিল। এতে রুদ্র চরিত্রে শিপন, চন্দ্রবতীর চরিত্রে অভিনয় করেছেন সুবহা। তানভীর তনুকে দেখা যাবে সুকুমার সাহা চরিত্রে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমান রেজা ও তানহা তাসনিয়া।

আরবিএস টেক লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শামসুজ্জামান রিপন। এফডিসি, ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা।

Link copied!