ভক্তরা কতো অদ্ভুত কাণ্ডই করে থাকে তারকাদের জন্য। তবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের খুঁদে ভক্ত যা করলো তা বেশ অভিনব। খুঁদে ওই ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন এই তারকা।
তবে এই বিয়ে কোন সাধারণ বিয়ে নয়। বিয়ের বিনিময়ে সেই নারী ভক্ত কার্তিককে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
কার্তিক সম্প্রতি অভিনয় করেছেন ‘ধামাকা’ ছবিতে। ওই ছবির একটি ডায়লগ ভক্তদের অনুকরণ করে দেখাতে বলেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই সংলাপের একটি ভিডিও শেয়ার করেন কার্তিক। যেখানে দেখা যায়, কার্তিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাকা’র সংলাপ বলছে এক ছোট্ট শিশু। সেটা শুনে আনন্দে হেসে দেন অভিনেতা। সেখানেই আসে বিয়ের প্রস্তাব। ভিডিওটির নিচে এক খুঁদে ভক্ত মন্তব্য করেন, ‘আমাকে বিয়ে করো। ২০ কোটি দেবো’।
মন্তব্য দেখে বসে থাকেননি কার্তিক আরিয়ান। তিনি জানতে চান, ‘কবে?’ এরপর ওই ভক্ত জানান, ‘এখনই চলে আসো’।
তারকা ও ভক্তের এই মন্তব্য বিনিময় নজর কেড়েছে অন্যদেরও। মুহূর্তেই সেখানে ভিড় জমায় শত শত অনুসারী।
ওই ভক্তের মতো আরও কয়েকজনও একই প্রস্তাব দিয়েছেন কার্তিককে। এজন্য মজার ছলে অভিনেতা আবার লেখেন, ‘নিলাম শুরু করে দেই?’