বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের বাসায় নৈশভোজ করলেন মিথিলা। এসময় সঙ্গে ছিলেন তার স্বামী সৃজিত মুখার্জী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনু নিগম ও তার স্ত্রী মধুরিমা নিগমের সঙ্গে একটি গ্রুপ ছবি ছবি প্রকাশ করেন সৃজিত।
নৈশভোজ তৃপ্তিদায়ক ছিল উল্লেখ করে সৃজিত ছবির ক্যাপশনে লেখেন, “সোনু নিগমের সঙ্গে আড্ডা, গান আর সুস্বাদু নৈশভোজ।”
সোনু কি মধুরিমাকে নিয়ে কলকাতায় এসেছেন, নাকি সৃজিত মিথিলাকে নিয়ে মুম্বাইয়ে গিয়েছেন? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে মিথিলা বলেন, “আমরা মুম্বাইতে রয়েছি। শনিবার ডিনারে সোনু নিগমের বাড়িতেই আমন্ত্রণ ছিল। গান আর আড্ডায় খুব ভালো সময় কেটেছে। সোনু নিগম সৃজিতের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন। শেষ ‘গুমনামি’ ছবিতেও তিনি গেয়েছেন। একসঙ্গে কাজের সুবাদেই বন্ধুত্ব রয়েছে। সৃজিত ওর গানের অনুরাগীও বটে। আর এটা একেবারেই পারিবারিক আড্ডা ছিল।”
বাংলার পর এবার হিন্দি ছবি পরিচালনার কাজেও হাত দিয়েছেন সৃজিত মুখোমুখোপাধ্যায়। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ ছবিটির পরিচালনা করছেন তিনি। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। সেই ছবির কাজেই এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন সৃজিত, তার সঙ্গে গিয়েছেন স্ত্রী মিথিলাও।