প্রদর্শনের অযোগ্য বলে সাজ্জাদ খান পরিচালিত ‘সাহস’ সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেয়নি চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত জুন মাসের কথা এটি। এরপর সম্প্রতি সেন্সর বোর্ড বরাবর আপিল করেন পরিচালক। তার সেই আপিলও বাতিল করে দেওয়া হয়েছে।
১৯ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল নাকচের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, ‘দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধনী, ২০০৬) এর ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় নাকচ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। ধারা অনুযায়ী সেন্সর বোর্ড থেকে এটি সেন্সর আবেদন বাতিলের প্রজ্ঞাপনের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। সিনেমার প্রযোজক নিপা মাল্টিমিডিয়ার সেলিনা বেগম ওই সময়ের মধ্যে আবেদন না করায় তা গ্রহণ করা হয়নি।
নতুন করে ছবিটি সেন্সরে জমা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে জানান ‘সাহস’-এর পরিচালক সাজ্জাদ খান।
গেল বছরের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং করেছিলেন সাজ্জাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও লাক্স তারকা অর্ষা। আরও অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীর অডিশিনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ এতে অভিনয় করেছেন।