পশ্চিমবঙ্গের সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় আর নেই। স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় কলকাতায় নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, অভিজিৎ বন্দোপাধ্যায় বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিছুদিন আগে তিনি বাসায় ফিরেন।
এদিকে বিশিষ্ট এ সুরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সুরকারের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
অভিজিৎ বন্দোপাধ্যায়ের সঙ্গীত ক্যারিয়ারে তার পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোশলেসহ অনেকে জনপ্রিয় শিল্পীরা। তার উল্লেখযোগ্য অ্যালবাম হলো ‘অন্তর মন্দিরে জাগো’, ‘সূর্যের এক নাম বিবেকানন্দ’, ‘মেঘের সমুদ্দুরে’, ‘নিরুদ্দেশের পথিক’, ‘তিস্তা আমার’।
‘সারাদিন তোমায় ভেবে’ ও ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’ গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সুরগুলোর অন্যতম। এতে কণ্ঠ দিয়েছেন সুবীর সেন।
ক্যারিয়ারের প্রথম থেকেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বহু গান গেয়েছেন তিনি। প্রিয় সুরকারের মৃত্যুতে হৈমন্তী শুক্লাও বাকরুদ্ধ। শোক জানিয়ে তিনি বলেন, "কী বলবো আমি। এই মাস জুড়েই একের পর এক খারাপ খবর। আমাদের কি আজকের যোগাযোগ। কতদিন ধরে চিনি তাকে। এই শোক কীভাবে সইবো!”
পুরো ফেব্রুয়ারি জুড়েই সঙ্গীত জগতের একের পর এক বিষাদের সুর। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ীর পর এবার পরোপারে পাড়ি দিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জগত তার কৃতি সন্তানদের হারাচ্ছে।