• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সালমান-অক্ষয়ের গোপন অভ্যাস ফাঁস করলেন লারা দত্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৪:৪৪ পিএম
সালমান-অক্ষয়ের গোপন অভ্যাস ফাঁস করলেন লারা দত্ত

বলিউড অভিনেত্রী লারা দত্ত সম্প্রতি তার কো-স্টারদের গোপন অভ্যাস ফাঁস করেছেন। ‘কোন বনেগা ক্রোরপতি’ অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার রাউন্ডে ২০০০ সালের মিস ইউনিভার্সের কাছে জানতে চাওয়া হয়েছিল তার কো-স্টারদের সম্পর্কে। যাদের কোনো একটি অভ্যাস এখনো পরিবর্তন হয়নি।

সেখানেই সালমান খান সম্পর্কে বোমা ফাটান লারা। লারা বলেন, “এখনো মধ্য রাতে ঘুম থেকে জেগে সালমান খান ফোন করেন। তার এই অভ্যাস আগেই ছিল, যা এখনো পরিবর্তন হয়নি।”

অক্ষয় কুমারের বিপরীতে আন্দাজ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে লারার। অক্ষয় সম্পর্কে এই অভিনেত্রী বলেন, “অক্ষয় এখনো সবার আগে ঘুম থেকে ওঠে। আমরা কেউই তার আগে শুটিং সেটে পৌঁছাতে পারি না।”

এদিকে সঞ্জয় দত্ত সম্পর্কে তিনি বলেন, “সঞ্জয় এখনো অনেক লাজুক। সে এখনো সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে।”

লারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেলবটম’ মুক্তি পায় ২০২১ সালে। যেখানে তিনি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।

Link copied!