• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাবার জন্য মিষ্টি বানাল হৃতিকের ভাগ্নি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০২:৫৮ পিএম
সাবার জন্য মিষ্টি বানাল হৃতিকের ভাগ্নি

বলিউডের গ্রিক দেবতাখ্যাত হৃতিক রোশন এখন চুটিয়ে প্রেম করছেন। নতুন প্রেমিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তাকে প্রায়ই রেস্তোরাঁয় দেখা যাচ্ছে। এমনকি হৃতিক রোশনের পরিবারের সঙ্গেও ইতিমধ্যে ঘনিষ্ঠ হয়েছেন সাবা। এবার হৃতিকের ভাগ্নি সুরানিকা সাবার জন্য নিজের হাতে তৈরি করেছেন মিষ্টি।

সুরানিকা কাছ থেকে এমন উপহার পেয়ে সাবাও অবাক হয়েছেন। সেই মিষ্টর ছবি সাবা ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। সঙ্গে প্রকাশ করেছেন উচ্ছ্বাস।

 

ইনস্টাগ্রামের স্টোরিতে হৃতিকের ভাগ্নির বানানো হালুয়ার ছবি পোস্ট করে সাবা লিখেছেন, ‘সুরানিকা ওটা কি হালুয়া নাকি? দারুণ! আনন্দে মরেই না যাব। মিষ্টি মেয়েটির জন্য অনেক অনেক ভালোবাসা।’ 

হৃতিক ও সাবার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেই বিষয়ে এখনো কোনো খবর নেই। তারা এখনই নিজেদের সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না।

Link copied!