• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৭:৪৯ পিএম
সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সপ্তাহব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে লাল ফিটা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। আজ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সপ্তাহব্যাপী প্রদর্শনীতে প্রায় ৮ শতাধিক লিটল ম্যাগাজিন প্রদর্শিত হবে।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও লেখক সৈকত হাবিব। আলোচনা করেন অমিত্রাক্ষর ম্যাগাজিনের সম্পাদক আমিনুর রহমান সুলতান এবং লোক ম্যাগাজিনের সম্পাদক অনিকেত শামীম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ষাটের দশক থেকে একুশের চেতনাকে ধারণ করে লিটল ম্যাগাজিনের চর্চা প্রসার পায়। আশির দশক থেকেই বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা জনপ্রিয় হয়ে উঠে। কবি, লেখক, বুদ্ধিজীবীরা কোন না কোনভাবে একসময় ছোটকাগজের সঙ্গে যুক্ত ছিলেন। পড়া মহল্লায়ও গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে একসময় ম্যাগাজিন প্রকাশিত হত।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি লিটল ম্যাগাজিন এবং জেলা ও উপজেলার তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত লিটল ম্যাগাজিনগুলো হলো শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ণ’, আব্দুল মান্নান সম্পাদিত ‘ধমনি’, এজাজ ইউসুফ সম্পাদিত ‘লিরিক’, মিজানুর রহমান নাসিম সম্পাদিত মননরেখা এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’। একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী থেকে প্রকাশিত ‘মহাকালগড়’, জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে প্রকাশিত ‘সুরমাকপোত’ এবং মৌলভিবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’ ম্যাগাজিনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননার জন্য লিটল ম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন লেখক মফিদুল হক, অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম এবং কবি খালেদ হোসাইন। সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটল ম্যাগাজিন সম্পাদককে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় এবং জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত তিনটি লিটল ম্যাগাজিনের সম্পাদককে পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এবং শেষে শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনায় যথাক্রমে ‘শুভেচ্ছা ভালোবাসা’ এবং ‘সহজ মানুষ’ পরিবেশন করা হয়।

Link copied!