ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি চার মাস আগে অর্থাৎ সদ্য বিদায়ী ২০২১ এর ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন।
সোমবার (১০ জানুয়ারি) মা হতে যাওয়ার কথা গণমাধ্যমকে নিজেই দিয়েছেন। এমনকি সন্তানের নাম কি রাখবেন তাও ঠিক করে রেখেছেন পরীমনি।
পরীমনি জানান, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।
বরণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন পরীমনি-শরিফুল। এরপর তা প্রণয়ে গড়ায়।
পরীমনি বলেন, “মা হতে যাচ্ছি শিগগির। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি আনন্দে হাওয়ায় ভাসছি। আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। সন্তানের হার্টবিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।”
এছাড়া আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে তাদের প্রতি অনুরোধ করেন এই নায়িকা।