• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সজল-চমকের ‘দুই ফালি আলো’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০১:৩০ পিএম
সজল-চমকের ‘দুই ফালি আলো’

আব্দুন নূর সজল ও রোকাইয়া জাহান চমককে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি ‘দুই ফালি আলো’। জাপানপ্রবাসী কথা সাহিত্যিক ড. কাজী ইকবাল জামানের রচিত ছোটগল্পকে ভিত্তি করে টেলিফিল্মটি নির্মাণ করছেন তরুন পরিচালক তন্ময় খান।

টেলিছবি প্রসঙ্গে পরিচালক তন্ময় খান বলেন, “টেলিফিল্মটি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে। এটি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।”

সজল বলেন, “ভালোবাসাকে কেন্দ্র করে অসংখ্য নাটকে কাজ করেছি। তবে এই গল্পটিতে ভিন্নতা রয়েছে। দর্শক এটি পছন্দ করবেন বলে আমি মনে করি।”

গল্পে দেখা যাবে, একটি ভিন্নধর্মী প্রেমের গল্পই টেলিফিল্মটির মূল উপজীব্য। স্বামী ছাড়া সংসারে দুটি সন্তান নিয়ে একপ্রকার কষ্টেই কাটে ডাক্তার শিল্পীর জীবন। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পরে, শিল্পী তখন গান গেয়ে কষ্টের সময়গুলো পার করে। তেমনি জীবন চলার পথে সাক্ষাৎ মেলে এক বেকার অথচ তরুন গীতিকারের। আর সেখান থেকেই যাত্রা শুরু নতুন এক জীবনের। হঠাৎই কোনো এক ছোট্ট মান-অভিমানের খেলায় কত কিছুই ঘটে যায়, দুজনের জীবনে। এভাবেই এগিয়ে যায় গল্প।

শুক্রবার (১০ ডিসেম্বর) টেলিফিল্মটির মহরত অনুষ্ঠিত হয় মগবাজারের একটি স্টুডিওতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক রতন সিদ্দিকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোরশেদ খান হিমেল।

আব্দুন নূর সজল ও রোকাইয়া জাহান চমক ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান ইমরান হাশু, শিখা কর্মকার, আরও অনেকে।

Link copied!