শুটিংয়ে ফিরছেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৩:৫৯ পিএম
শুটিংয়ে ফিরছেন পরীমনি

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনের মামলায় জামিনে আছেন চিত্রনায়িকা পরীমনি। এর আগে ২৭ দিন কারাগারে ছিলেন। শুধু তা-ই নয়, তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় তাকে।

গ্রেপ্তার হওয়ার আগে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা ছিল। তার মধ্যে একটি ‘প্রীতিলতা’, যার পরিচালক রাশিদ পলাশ। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমাটির কাজ ৩৫ শতাংশ শেষ হয়েছে। পরী গ্রেপ্তার হওয়ার পর ছবির নির্মাতা ও প্রযোজকের মাথায় হাত উঠে গিয়েছিল। ছবির কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন নির্মাতা ও প্রযোজক। কিন্তু পরীর জামিন হওয়ার পর সেই শঙ্কার মেঘ কেটে গেছে। এখন চলছে ফের শুটিং শুরুর প্রস্তুতি।

ছবির পরিচালক সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষের দিকে পুনরায় ছবির কাজ শুরু হবে। তখন ক্যামেরার সামনে দাঁড়াবেন পরীমনি। এদিকে সূত্রের খবর, তারও আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন পরীমনি। যদিও এ বিষয়ে সেলিম-পরী মুখ খুলছেন না।

দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘গুনিন’ নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। এই ছবিতে প্রথমে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করানো হয়। এরপর শিডিউল জটিলতায় ছবি থেকে সরে দাঁড়ান ফারিয়া।

Link copied!