• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৪:৪৭ পিএম
শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন রোজিনা।

রোজিনা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠাই।”

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও নিজের ভেতরে কাঞ্চন-নিপুণ নির্বাচিত হয়ে আসায় কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে রোজিনা বলেন, “একেবারেই না। কোনো দিকে বায়াস হয়ে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।”

রোজিনা চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদ নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন। 

Link copied!