• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন রুবেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৪:২৭ পিএম
শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন রুবেল

শিল্পী সমিতির নির্বাচনের নাটক যেন থামছেই না। কয়েকদিন আগেই কার্যনির্বাহী পদ থেকে সরে দাড়িয়েছিলেন অভিনেত্রী রোজিনা। এবার শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক রুবেল। কয়েকদিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেতা।
পদত্যাগের কারণ হিসেবে রুবেল বলেন, “এ বছর আমার বেশ কিছু কাজ আছে। যেমন- আমি ওমরাহ পালনে যাব। এছাড়া সারাদেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। প্রায় তিন শ’ উপজেলায় কাজ করতে হবে। সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকব। এরমধ্যে সমিতিকে সময় দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে।’’

চিত্রনায়ক রিয়াজের জন্য পদটি ছেড়ে দিতে চান রুবেল। তিনি বলেন, ‘‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। আর সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে।’’

শোনা যাচ্ছে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী হওয়া সবাই পদত্যাগ করতে পারেন। নায়িকা রোজিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন গত বৃহস্পতিবার। তার সঙ্গে যুক্ত হচ্ছে রুবেলের নামও।

Link copied!