• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পী সমিতির নির্বাচন করতে পারেন ইলিয়াস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৬:৫৬ পিএম
শিল্পী সমিতির নির্বাচন করতে পারেন ইলিয়াস

নায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে আবারও সিনেমা জগতে ফিরতে চান। এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণের প্যানেল থেকে তিনি সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন।

জানা যায়, বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে ঘোষণা করা হবে নতুন নির্বাচনী তফসিল। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতে অনুপস্থিত ইলিয়াস কাঞ্চন। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেল থেকে বেদের মেয়ে জোৎস্নার নায়ক সভাপতি পদে নির্বাচন করতে পারেন।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বললে তিনি সংবাদ প্রকাশকে বলেন, “আমার কাছে ওরা এসেছে। প্রস্তাব দিয়েছে। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব।

ওই অভিনেতা আরও বলেছেন, “আমি এখনো নিশ্চিত করে কিছু জানায় নি। ৭ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছি।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী নিপুণ বলেন, “আমরা একটি ভালো নেতৃত্ব নিয়ে আসতে চাই চলচ্চিত্র শিল্পীদের জন্য। সেই ভাবনায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের যোগ্য অভিভাবক হবেন। উনাকে পেলে আমরা অনুজরা সাহস পাব। অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। সবাই মিলে অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। সম্পূর্ণ প্যানেল ঠিক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাব।”

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে বড় নাম অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ে জোৎস্নাসহ তার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসা সফল বাংলা ছবি।

Link copied!