বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান দ্বিতীয়বারের মতো আইপিএল নিলামে অংশ নিয়েছেন। এতে ২৪ বছর বয়সী আরিয়ান এসেছিলেন বাবার ব্লেজার গায়ে চড়িয়ে। ভারতের আইপিএলের দল কলকাতার প্রতিনিধি হয়ে নিলামে হাজির ছিলেন আরিয়ান।
শাহরুখ এবং জুহি চাওলা আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক। এই দুই তারকা কখনোই সরাসরি আইপিএল নিলামে অংশগ্রহণ করেন না। তাদের হয়ে নিলামে এসছিলেন শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান এবং সুহানা খান। নিলামে আরও উপস্থিত ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী। আইপিএল নিলামে আরিয়ানকে শাহরুখ খানের কালো ডলস এবং গাব্বানা ব্লেজার পরা একটি কালো শার্ট এবং ম্যাচিং ট্রাউজার্সে দেখা যায়।
আরিয়ানের এমন পোশাকে তার ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন। টুইটারে এক ভক্ত লিখেছেন, বাবার পোশাকে আরিয়ান। অন্য এক ভক্ত টুইট করেছেন, আরিয়ান খান শাহরুখের ওয়ারড্রোবে হামলা চালিয়েছেন।
ইনস্টাগ্রামে জুহি তিন তারকা সন্তানকেই স্বাগত জানিয়েছে। নিলামে আরিয়ান এবং সুহানার সঙ্গে জাহ্নবীর একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমাদের কেকেআর খেলোয়াড়, শ্রেয়াস আইয়ার, প্যাট কামিন্স, নীতীশ রানা...এবং আমাদের তরুণ মালিক আরিয়ান, সুহানা এবং জাহ্নবী ..!!!
গত বছর ২০২১ সালের অক্টোবরে মাদকের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম প্রাকাশ্যে আসেন আরিয়ান। সেসময় প্রায় এক মাস জেলে ছিলেন তিনি।