• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাহরুখের পার্টিতে কেন টিফিন বক্স নিয়ে গিয়েছিলেন আমির!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০২:৫৫ পিএম
শাহরুখের পার্টিতে কেন টিফিন বক্স নিয়ে গিয়েছিলেন আমির!

বলিউডে আমির খানকে ডাকা হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে। এই নামে ডাকার কারণও কিন্তু রয়েছে। আপাদমস্তক কঠোর নিয়ম এবং শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত আমির। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভাঙচুর করেছেন। কখনো রাতদিন ডায়েট চার্ট অনুসরণ করেছেন তো, কখনো সারাদিন চিজ আর পিৎজা খেয়ে ওজন বাড়িয়েছেন। তবে একবার শাহরুখ খানের পার্টিতে যা করেছিলেন আবিশ্বাস্যই বটে। পার্টির খাবার খাবেন না বলে বাড়ি থেকে টিফিন বক্সে করে নিজের জন্য খাবার নিয়ে এসেছিলেন আমির।

ঘটনা ঘটেছিল অ্যাপলের সিইও ‘টিম কুক’কে যখন ভারতে শাহরুখ খানের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ জানানো হয়। সেই পার্টিতে আমির খানকেও দাওয়াত দেওয়া হয়েছিল। শাহরুখ পত্নী গৌরীর নির্দেশ ছিল ডিনার না করে কেউ বাসা থেকে বেরোতে পারবেন না। সুবোধ বালকের মতো আমির খান সেই নির্দেশ মেনে নেয়। ব্যাগ থেকে বের করে আনে বাড়ি থেকে আনা একটি খাবারের টিফিন বক্স। ওই সময়ে আমির দাঙ্গাল ছবির জন্য কঠোর ডায়েট চার্ট মেনে চলছিল। এই ছবির জন্য বেশ কয়েক কেজি ওজন কমাতে হয়েছিল তাকে।

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। হলিউড মুভি ‘ফরেস্ট গাম্প’ সিনেমার ভারতীয় সংস্করণ এটি। এই ছবিতে আমিরের সঙ্গে রোমান্স করবেন কারিনা কাপুর খান।

Link copied!