ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে কয়েক দিন আগে প্রাণ হারিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। এবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হলো ইউক্রেনীয় ব্যালে শিল্পী আর্টিওম দাকশিলের।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ৪৩ বছরের এই শিল্পীর মৃত্যু হয়। কিয়েভে আহত এই শিল্পী প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।
এ ঘটনায় ইউক্রেনের সংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ইউক্রেনের ন্যাশনাল অপেরার প্রধান মঞ্চ পরিচালক আনাতোলি সোলোভিয়ানেনকো শোক বার্তায় তাকে একজন মহান শিল্পী হিসেবে অ্যাখায়িত করেছেন। তার অকালপ্রয়াণে শোক জানিয়েছেন অনেকেই।
ইউক্রেনীয় এই ব্যালে তারকা ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক দিন আগে নিজের আবাসনে থাকাকালীন আর্টিওমের বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনা।