• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজকুমার হিরানীর নতুন সিনেমায় বরুণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১২:৫৮ পিএম
রাজকুমার হিরানীর নতুন সিনেমায় বরুণ

‘থ্রি-ইডিয়টস’, ‘পিকে’ সিনেমার নির্মাতা রাজকুমার হিরাণীর নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। প্রথমবারের মতো একসঙ্গে জুগলবন্দী হয়ে কাজ করছেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সিনেমাটি বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে। রাজকুমার হিরানীর সহকারী পরিচালক করণ নার্ভেকার এটি নির্মাণ করবেন।

নতুন এই সিনেমার নাম থাকছে ‘মেড ইন ইন্ডিয়া’। এর গল্পে কাজ করেছেন রাজকুমার হিরানী ও নীরাহ শর্মা। এ বছরের জুন-জুলাইয়ে শুরু হতে পারে সিনেমাটির শুটিং।

বর্তমানে বরুণ ধাওয়ানের হাতে বেশ কয়েকটি নতুন সিনেমা রয়েছে। সর্বশেষ বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গে ‘ভেদিয়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বরুণ। সিনেমাটি নির্মাণ করেছেন আমির কৌশিক। ২০২২ সালের ২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘ভেদিয়া’।

Link copied!