সিনেমার কাজে তারকারা বড় সময় বাড়ির বাইরে থাকেন। অন্য আর দশটি সাধারণ পরিবারের সন্তানেরা যেমন দূরে থাকা বাবাকে কাছে পেতে চায়। তারকাদের সন্তানেরাও তার ব্যতিক্রম নয়। ১৬ দিন পর বাড়ি ফিরে এমনই এক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আল্লু অর্জুন। ফুলের পাপড়ি সাজিয়ে মেয়ে আরহা বাবা আল্লুকে বাড়িতে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করে আল্লু ক্যাপশনে লিখেছেন, ‘১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষভাবে স্বাগত জানানো হলো।’ মেয়ের কাছ এমন সুন্দর উপহার পেয়ে বেজায় খুশি দক্ষিণী তারকা।
২০১১ সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন আল্লু। তাদের ঘরে দুই সন্তান। ছেলের নাম আয়ান আর মেয়ের নাম আরহা। কাজের বাইরে পরিবারকে সময় দিতে দেখা যায় আল্লুকে। ছেলে-মেয়ের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শিগগিরই বড় পর্দায় অভিষেকও হতে যাচ্ছে আরহার।
কয়েক দিন আগে মুক্তি পাওয়া আল্লুর ‘পুষ্পা দ্য রাই’ জ্বরে ভুগছে পুরো ভারতীয় উপমহাদেশ। সিনেমাটির প্রতিটি সংলাপ আর গান সবার মুখে মুখে। এরই মধ্যে ৪০০ কোটি টাকা আয় করেছে ছবিটি।