• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘মিশন এক্সট্রিম’ আমার সর্বোচ্চ পরিশ্রমের সিনেমা: আরেফিন শুভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১০:০৮ এএম
‘মিশন এক্সট্রিম’ আমার সর্বোচ্চ পরিশ্রমের সিনেমা:  আরেফিন শুভ

সারা দেশের সিনেমা হলে মুক্তির পর ভক্তদের প্রশংসা পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’। ৩ ডিসেম্বর (শুক্রবার) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

থ্রিলারধর্মী এ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই আলোচনা রয়েছে। বেশ প্রশংসা পাচ্ছে নেটিজেনদের। দর্শকরাও হলে ভিড় করছে। সেই সঙ্গে ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করছে।

সিনেমা মুক্তির পর এক ভক্তের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন নায়ক চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। ছবিতে দেখা যায়, এক ভক্ত গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়ে সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও হল ভর্তি ভক্তদের ভিডিও চিত্র পোস্ট করেন এই অভিনেতা। 

সিনেমার প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে আরিফিন শুভ বলেন, “যদি আপনি বাংলাদেশি হোন, আপনার যদি ’৭১-এর প্রতি কোনো রকমের শ্রদ্ধা-ভালোবাসা এবং সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা থাকে, আপনি যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন, আপনার যদি ’৫২-এর প্রতি কোনো রকমের অনুরাগ থাকে, সেই স্যাক্রিফাইজের জন্য আপনার বুকের ভেতর একধরনের কষ্ট থাকে, আপনি যদি বাংলাদেশি হোন এবং গর্ববোধ করেন, তাহলে আপনি মিশন এক্সট্রিম দেখবেন।”

এই অভিনেতা আরও বলেন, “শারীরিক ও মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের ছবি এটি। কিন্তু সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত হলও দেশে নেই। মাত্র ৫০টির মতো হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। তারপরও বলব, এখনকার ৫০ হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে। এটা আমাদের জন্য ঈদ।”

আরেফিন শুভ আরও বলেন, “আমার প্রতিটি সিনেমা মুক্তির সময়েই মনে হয় জীবনের প্রথম সিনেমা। দর্শকদের অনুরোধ করব, সিনেমা দেখুন।এরপর মন্তব্য করুন।”

আরিফিন শুভ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে রয়েছেন ঐশী। অভিনয়ে আরও রয়েছে সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান।

জান্নাতুল ফেরদৌস ঐশীরও প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। প্রথম সিনেমা মুক্তির অনুভূতির কথা জানিয়ে এই নায়িকা বলেন, “প্রথমে তেমন ভয় ছিল না। সিনেমা মুক্তি পাবে, স্বাভাবিক ঘটনা। কিন্তু ট্রেলার দেখার পর দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। এখন কিছুটা ভয় হচ্ছে। দর্শকেরা কীভাবে  নেবেন, সেটা নিয়েই ভাবছি। টেনশন, এক্সসাইটমেন্ট মিলিয়ে এখন আমি অনুভূতিশূন্য।”

২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল মিশন এক্সট্রিম’-এর। করোনার কারণে মুক্তির তারিখ পিছিয়েছে কয়েকবার। দুই বছরের বেশি সময় পর অবশেষে মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম।

Link copied!