• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মিমের ‘পথে হলো দেখা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:১৩ পিএম
মিমের ‘পথে হলো দেখা’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। এটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন।

ছবি প্রসঙ্গে মিম বলেন, “বেশ কিছুদিন ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলছিল। চরিত্রটির নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হতে চান তিনি। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে একসময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সব মিলিয়ে গল্পটি বেশ চমৎকার লেগেছে।”

জুয়েল বলেন, “গত শনিবার মিমকে আমরা চুক্তিবদ্ধ করেছি। তবে নায়ক কে হবেন এখনো চূড়ান্ত হয়নি। আগামী মাসেই চূড়ান্ত করবো।”

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Link copied!