কথা ছিল, ওমরাহ থেকে ফিরে চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘অহংকারী বউ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন মাহিয়া মাহি। কিন্তু তিনি সেটা করলেন না। অবাক করে দিয়ে মাহি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বিপাকে পড়েছিলেন নির্মাতা।
তবে খুব বেশি বিপাকে পড়তে হয়নি চয়নিকা চৌধুরীকে। সিনেমাটিতে অভিনয়ে রাজি হয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করেন পরীমনি। অর্থাৎ মাহির ছেড়ে যাওয়া সিনেমাটির নায়িকা হচ্ছেন পরী। শুধু তা-ই নয়, বদলে ফেলা হয়েছে সিনেমার নাম। ‘অহংকারী বউ’ সিনেমার বদলে নাম রাখা হয়েছে ‘কাগজের বউ’।
ছবিতে মূল চরিত্রে আছেন পরীমনি। পর্দায় তাঁর নায়ক ইমন। গতকাল দুজনই উপস্থিত ছিলেন ছবির শুটিংয়ে। এতে ইমন-পরী ছাড়াও অভিনয় করছেন ডি এ তায়েব।
জানা গেছে, ছবিতে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।
নির্মাতা জানিয়েছেন, সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। গল্পের শেষে সবার জন্য একটি বার্তাও থাকছে—অর্থের চেয়ে মানুষের মর্যাদা ও মানবতাবোধ বেশি মূল্যবান।