• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মার্কিন মডেলের প্রেমে সালমান খান!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৫:১০ পিএম
মার্কিন মডেলের প্রেমে সালমান খান!

বলিউডের চির তরুণ ব্যাচেলর সালমান খান। বহু নায়িকা, মডেলর সঙ্গে বলিউড ভাইজানের প্রেমের গুঞ্জন উঠলেও, তাদের কেউই সালমানকে সাতপাকে বাঁধতে পারেননি।

সম্প্রতি নতুন প্রেমে মজেছেন সালমান। তিনি একজন মার্কিন মডেল-অভিনেত্রী। নাম তার সামান্থা লকউড। গত ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করেই প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

তবে সালমানের সঙ্গে সম্পর্ককে গুজব বলে দাবি করেছেন সামান্থা। সামান্থা বলেন, “মানুষ অকারণে এসব গুজব রটাচ্ছে। সালমানের সঙ্গে দেখা হয়েছে তার জন্মদিনে। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি সবাইকে অনুরোধ করব এই গুজব যাতে বিশ্বাস না করেন।”

সামান্থা লকউডের জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে পড়াশোনা করেছেন তিনি।

Link copied!