আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় প্রথম চলচ্চিত্র ‘গিরিকন্যা’। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথমবারের মতো দর্শকদের দেখানো হয়েছে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ডা. মং ঊষা খোয়াই এবং নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ৪৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এমন অনেক ভাষা রয়েছে যাদের লোকসংখ্যা মাত্র ২৪০ জন। সবার জন্যই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মারমা ভাষায় চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এরপর আমরা আরও সিনেমা তৈরি করব। চাকমা ভাষায় সিনেমা নির্মাণে কাজ করব। এরপর সাঁওতালী ভাষায় সিনেমার কাজ করব।সাংস্কৃতিক বৈচিত্রের নিদর্শন হিসেবে মারমা ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘গিরিকন্যা’ ইতিহাসের অংশ হয়ে থাকবে।
প্রদর্শনীতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ড. মুনতাসীর মামুন। আলোচনা করেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।