• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার জায়েদ খানের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০২:০৭ পিএম
ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার জায়েদ খানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ এই অভিযোগ তোলেন জায়েদ খানের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে অভিযোগ অস্বীকার করে জায়েদ খান সাংবাদিকদের বলেন, ‘এখানে যা হচ্ছে সব প্রকাশ্যে। সবাই ভোট চাইছে ভোটারদের কাছে। জড়িয়ে ধরছে, কথা বলছে। এটাকে তারা টাকা দেওয়া হচ্ছে বলে ভাবছেন। এগুলো ছোট মানসিকতা। ঠিক না।’

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে জায়েদ খান আরও বলেন, ‘আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়। আমি নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ দেব।’

নির্বাচন প্রসঙ্গে জায়েদ খান আরও বলেন, ‘এফডিসির ভেতরের পরিবেশ সুন্দরভাবে চলছে। কিন্তু বাইরে একটা জটলা আছে, যারা অভিনয়ের সঙ্গে যুক্ত নয়। তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নিপুণ সাংবাদিকদের বলেন, ‘‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশপথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ। এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে৷ তাই এখন আমরাও এখানে দাঁড়াব৷”

সকাল ৯টায় এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এবার মোট ভোটার ৪২৮ জন। নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান।

Link copied!