• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভিনদেশির কণ্ঠে বলিউডের গান, তোলপাড় নেটদুনিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৪:০০ পিএম
ভিনদেশির কণ্ঠে বলিউডের গান, তোলপাড় নেটদুনিয়া

সুরের একটা নিজেস্ব ভাষা আছে, এ কথার সঙ্গে আমাদের পরিচয় বেশ সনাতন। লোকমুখে বা অভিজ্ঞতার পথ ধরে তার প্রমাণও আমরা প্রতিনিয়ত পেয়েছি। মূলত গানের সুরের একটা নির্দিষ্ট মাদকতা আছে, যার কারণেই যেকোনো ভাষার গান আমাদের কাছে বোধগম্য হয়ে ওঠে। বোধের জায়গা স্পষ্ট হলেও সে গান গাওয়ার সাহস আমরা একটু কমই করি। তবে এবার সে সাহস করে দেখালেন ভিনদেশি দুই তরুণ-তরুণী। বলিউডের গানে ঠোঁট মিলিয়ে রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তারা।

কথা বলছি সুদূর আফ্রিকার দুই ভাইবোনকে নিয়ে। নেটদুনিয়া মারফত যা জানা যাচ্ছে, আফ্রিকার তানজানিয়ার বাসিন্দা কিলি ও নিমা পল। সম্পর্কে তারা ভাইবোন। টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিলি। লিপ সিঙ্ক করে তৈরি করেছেন ভিডিও, আর তাতেই মজেছে নেটদুনিয়া। দেশি গানে দুই বিদেশির পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত অনেকেই। তাদের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের চোখের মণি এই ভাইবোন জুটি।

ইনস্টাগ্রামে কিলির ১ লাখ ৮৪ হাজার ফলোয়ার রয়েছে। সেখানেই নানা ভিডিও আপলোড করেন তিনি। ১ ডিসেম্বর ‘শেরশাহ’ সিনেমার ‘রাতা লম্বিয়াঁ’ গানটির ভিডিও তৈরি করেন কিলি ও নিমা। সোশ্যাল মিডিয়ায় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার জেরেই দুই ভাইবোনকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

এক সাক্ষাৎকারে কিলি জানিয়েছেন, কখনো ভারতে আসেননি তিনি। কিন্তু বলিউডের প্রচুর সিনেমা দেখেছেন। সাধারণত অ্যাকশন ছবি দেখতে পছন্দ করেন। তাই পছন্দের অভিনেতাদের তালিকায় রয়েছেন সালমান খান, সঞ্জয় দত্ত ও অক্ষয় কুমার। নিমার পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জুবিন নটিয়ালের গান পছন্দ করেন কিলি ও নিমা। সেই কারণেই ‘শেরশাহ’র গানটি তাদের এত পছন্দ।

কিলির পাশাপাশি নিমাও বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই গানে। তার জন্য আলাদা প্রোফাইলও খুলেছেন কিলি। বলিউড গানে জনপ্রিয়তা পেয়ে আনন্দিত দুই ভাইবোন। আরও বলিউড গানে ভিডিও তৈরি করেছেন তারা।

সূত্র- জি চব্বিশঘণ্টা

Link copied!