• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাটম্যান সিনেমার প্রদর্শনীতে হাজির জ্যান্ত বাদুড়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৫:৩১ পিএম
ব্যাটম্যান সিনেমার প্রদর্শনীতে হাজির জ্যান্ত বাদুড়!

ব্যাটম্যানের জ্বরে ভুগছে গোটা বিশ্ব। ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যানকে নিয়ে ম্যাট রিভসের গল্প বলার নতুনত্ব আর রবার্ট প্যাটিনসনের অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার।

মহামারির পর এই প্রথম কোন হলিউড সিনেমা সর্বোচ্চ ২৪৫.৫ মিলিয়ন ডলার আয় করল। তবে সম্প্রতি এই সিনেমা নিয়ে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। যুক্তরাষ্ট্রের এক সিনেমা হলে ব্যাটম্যানের প্রদর্শনীতে হাজির হয় এক জ্যান্ত বাদুড়!  
 
চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিনেপলিস সিনেমা হলে এই ঘটনা ঘটে। ব্যাটম্যান দেখতে এসে সিনেমা হলে জ্যান্ত বাদুড় ছেড়ে দেন এক দর্শক। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাকিরা।

যদিও হল কতৃপক্ষ বলছে, এটি ছিল নিছকই কৌতুক। কাউকে আঘাত করার কোন উদ্দেশ্য ছিলো না ঐ দর্শকের। 

সিনেপলিস সিনেমা হলের মুখপাত্র এনলিস জানান, এ ঘটনার পর হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য হলে প্রবেশের পূর্বে সবার ব্যাগ তল্লাশি করা হচ্ছে। 

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএক্সএএন জানায়, এ ঘটনায় সিনেমাটির প্রদর্শনী কিছু সময়ের জন্য বন্ধ রাখে কতৃপক্ষ। সব দর্শকদের টিকেটের টাকাও ফেরত দিতে চায় তারা। তবে এমন পরিস্থিতিতেও বেশিরভাগ দর্শকই সিনেমা দেখতে রাজি হন।

Link copied!