ক্যারিয়ারে নানা সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এবার তিনি অভিনয় করলেন ‘বীরাঙ্গনা’র চরিত্রে। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনি নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’। এই নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
১৯৭১ সালে যুদ্ধের সময় আমঝুপি গ্রামে বসবাস করতেন সয়ফর আর ময়ূরজান। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার। তাই যুদ্ধে যাবার আগে মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করেন তিনি।
ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাকিস্তানি আর্মি। ময়ূরজানকে নিয়ে পালায় সয়ফর। আশ্রয় নেয় ময়ূরজানের খালা মতিবানুর বাড়িতে। পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যায় সে। এরপর দেশ স্বাধীন হলে পাকিস্তানী ক্যাম্প থেকে মুক্ত হন বন্দী ময়ূরজান। তখন তিনি গর্ভবতী। পরে এক পুত্র সন্তানের জন্ম দিলে তাকে নিয়েই শুরু হয় ময়ূরজানের আরেক যুদ্ধ!
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে ‘বীরাঙ্গনা’ নাটকটি। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
নাটকটি প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, “স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্পই তুলে ধরা হয়েছে নাটকটিতে।”
মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।