তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী শ্যাম্মা দেওয়ান। মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে তার গায়েহলুদ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। তবে একটি সূত্র জানিয়েছে, অপূর্ব ও শ্যাম্মার আকদ হয়েছে গত ২৮ আগস্ট।
অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে বছর না গড়াতেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতা ঘর বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এ সংসার টিকেছিল ৯ বছর। অপূর্ব-অদিতি দম্পতির একটি পুত্রসন্তানও রয়েছে। তার নাম আয়াশ। তবে ২০২০ সালে সংসারটি ভেঙে যায়।
অন্যদিকে, শ্যাম্মাও এর আগে একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বিচ্ছেদের পর তিনি বেশ কিছুদিন ধরে সিঙ্গেল ছিলেন। তারও একটি পুত্রসন্তান রয়েছে। যার বয়স ১৩ বছর। এরপর অপূর্বের সঙ্গে পরিচয় ও পরিণয় ঘটে। সেই সম্পর্কটাকেই বিয়েতে পূর্ণতা দিচ্ছেন তারা।