• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বিয়ে করতে চলেছেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৬:১২ পিএম
বিয়ে করতে চলেছেন শাকিব খান

ঢালিউড ইন্ডাস্ট্রির কিং খান খ্যাত শীর্ষ নায়ক শাকিব খান। শাকিব গত বছরের নভেম্বর থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। কারণ, সেই দেশের নাগরিকত্ব পাবার আশা। সেই আশা পূর্ণ হয়েছে। পেয়েছেন গ্রিন কার্ড।

যে লক্ষ্যে কিং খান প্রথম বারের মতো এতো দিন ধরে আছেন দেশের বাইরে সেই আশা পূর্ণ হওয়ায় এবার ফেরার পালা জন্মভূমি বাংলাদেশে। শাকিব জানান, কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন তিনি। এই সংবাদ জানানোর পাশাপাশি তিনি এক চমকপ্রদ তথ্য জানান। বিয়ে করতে চলেছেন শাকিব। আগামী বছরই শুভকাজটি সারতে চান তিনি।

শাকিব গণমাধ্যমকে বলেন, ‘‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন। তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’’

এর আগে শাকিব খান বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। এরপর সেটাকে পূর্ণতা দিয়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। সেই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

এদিকে অপুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের তুমুল গুঞ্জন শোনা যায়। বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন শেষ হতে না হতেই শোনা যায় পূজা চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন।

 

এতসব প্রেমের গুঞ্জন বিষয়ে শাকিব বলেন, ‘‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’’

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খান তার অভিনয় জীবন শুরু করেন।

 

 

Link copied!