ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৫’ আসরের বিজয়ী হয়েছেন মডেল ও অভিনেত্রী তেজস্বী প্রকাশ।
রোববার (৩০ জানুয়ারি) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর হাতে শিরোপা তুলে দেন বলিউড সুলতার ও অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান।
অনেক ভক্তরা ভেবেছেন এবারের আসরে বিজয়ী হতে পারেন করণ কুন্দ্রা বা প্রতীক সেহজপাল। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজয়ী হয়ে উঠেছেন তেজস্বী প্রকাশ। শমিতা শেঠি শেষ চারে নিজের অবস্থান করে নিয়েছেন।
সালমান খান যখন বিজেতা হিসেবে তেজস্বী প্রকাশের হাত তোলেন তখনই হতবাক হয়ে যান দর্শকসহ বিগ বসের প্রতিযোগীরাও। অনুষ্ঠানের শেষ পর্বে করণ কুন্দ্রা, শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল, নিশান্ত ভট্ট এবং রশ্মি দেশাইকে পিছনে ফেলে বিজয়ীর ট্রফি জিতে নেন তেজস্বী।
এবারের আসরে তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার প্রেমের রসায়নও দর্শকদের বেশ ভালো লেগেছে। তবে বিগ বসের ঘরে শমিতা শেট্টির সঙ্গে ঝগড়া আর বিরূপ মন্তব্যের জন্য় বারবার বিতর্কেও জড়িয়েছেন তেজস্বী প্রকাশ।
চার মাস ধরে চলে বিগ বস ১৫ আসরের আয়োজন। বিজয়ী হিসাবে তেজস্বী সুন্দর একটি ট্রফি এবং ৪০ লাখ টাকা নগদ পুরস্কার পেয়েছেন। প্রতিটি টাস্কেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেরা হয়েছিলেন। তেজস্বীর পাশে দাড়িয়ে থাকা প্রতীক সেহজপাল এই সিজনের রানার-আপ হলেন।