• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাড়িতেও যৌনকর্মীদের মতো কথা বলে আলিয়া: রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৩:৪৫ পিএম
বাড়িতেও যৌনকর্মীদের মতো কথা বলে আলিয়া: রণবীর

বহুল প্রতিক্ষীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। তার আগে সিনেমার নায়িকা আলিয়া ভাটের সম্পর্কে ভয়ংকর এক অভিযোগ তুলেছেন রণবীর কাপুর। আলিয়া নাকি বাড়িতেও যৌনকর্মীদের মতো কথা বলা শুরু করেছে। সিনেমাটি নির্মাণ করেছেন ‘দেবদাশ’-খ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

গাঙ্গুবাই সিনেমার গল্পে এক যৌনকর্মীর চরিত্র ফুটিয়ে তুলেছেন আলিয়া। চরিত্রের প্রয়োজনে ভারতের কয়েকটি যৌনপল্লীতে গিয়েছেন তিনি। রপ্ত করেছেন তাদের ভাষা। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে বাড়িতেও একই ভাষায় কথা বলেছেন।

বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২২-এ বিষয়ে বানসালি বলেন, ‘‘আলিয়া যখন শুটিং সেটে আসতো, তখন মনে হতো ‘গাঙ্গুবাই’ নিজে অভিনয় করতে এসেছেন। আমার মনে হয় সে অনেক দিন এই চরিত্রের মধ্যে ঢুকে থাকবে।’’

এই চলচ্চিত্রের ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। একই সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় রাজ এবং সীমা পাহওয়া।

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানসালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। যৌনকর্মী হিসেবে কামাঠিপুরার যৌনপল্লিতে জীবন শুরু করেছিলেন গাঙ্গুবাই। পরে সেখানকার একচ্ছত্র সম্রাজ্ঞী হয়ে ওঠেন।

Link copied!