• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাস্তবের হিরো, সোনু বাঁচালেন ১৯ বছরের তরুণের প্রাণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০১:১০ পিএম
বাস্তবের হিরো, সোনু বাঁচালেন ১৯ বছরের তরুণের প্রাণ

পর্দায় নায়কদের আগুন কিংবা দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে দেখা যায়। তবে বাস্তব জীবন সিনেমা থেকে খানিকটা আলাদা। এদিক থেকে বলিউড অভিনেতা সোনু সদ যেন বাস্তব জীবনের হিরো। সড়ক দুর্ঘটনায় পড়া ১৯ বছর বয়সী যুবককে উদ্ধার করলেন বীরের বেশে।

ভারতের পাঞ্জাবের একটি ফ্লাইওভারের ওপর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে দুটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। ওই সময়েই সোনু ওই দিক দিয়ে যাচ্ছিলেন। দ্রুতই তিনি তার গাড়ি থেকে বের হয়ে আসেন। ‍দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতরে তখনো অজ্ঞান অবস্থায় এক যুবক পড়ে ছিল। সোনু কোনোভাবে বন্ধ দরজা খুলে ড্রাইভারের আসন থেকে ওই যুবককে বের করে আনেন। তারপর তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

সোনু ফাউন্ডেশনের প্রকাশ করা এই ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। ভক্তরা সোনুকে ভাসাচ্ছেন প্রশংসায়। বাস্তব জীবনের নায়ক বলেও অনেকে অভিহিত করছেন।

করোনার মধ্যে সোনুর ফাউন্ডেশন ভারতে হাজারো মানুষকে সহায়তা প্রদান করেছে। আর্থিক সহায়তা থেকে শুরু করে স্বাস্থ সেবায়ও সাহায্য করেছেন তিনি ।

সোনু সুদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সিম্বা’,‘পল্টন’,‘হ্যাপি নিউ ইয়ার’,‘এন্টারটেইনমেন্ট’, ‘রামাইয়া বাস্তাভাইয়া’, ‘দাবাং’, ‘সিং ইজ কিং’।

Link copied!