• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাবা হারালেন অভিনেত্রী নওশাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০২:০০ পিএম
বাবা হারালেন অভিনেত্রী নওশাবা

মারা গেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বাবা মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এদিকে এখনই কাজী সেলিম উদ্দিনের দাফন হচ্ছে না। কয়েক দফা জানাজার পর ১২ ডিসেম্বর সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন নওশাবা নিজেই।

নওশাবা বলেন, “আব্বু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তিনি আর্মি পারসন; তাই তার চিকিৎসা সিএমএইচেই হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হবে। আমরা অপেক্ষা করছি, আমার দুই ভাইয়ের জন্য। তারা দেশের বাইরে থাকেন। ওরা ফিরলেই বাবাকে সমাহিত করা হবে।”

কাজী নওশাবা আহমেদের গ্রামের বাড়ি খুলনায়। বেশ কিছু নাটক-টেলিফিল্মের পাশাপাশি ১০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Link copied!