• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বলিউডে ‘দুধওয়ালার ছেলের’ চরিত্রে হিরো আলম 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:৫৮ পিএম
বলিউডে ‘দুধওয়ালার ছেলের’ চরিত্রে হিরো আলম 

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বাংলাদেশের সিনেমা না করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে অপমান হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন। তবে বলিউডের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ওই ছবিতে তাকে একজন দুধওয়ালার ছেলের চরিত্রে দেখা যাবে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে হিরো আলম বলেন, ‘আপনারা জানেন, আমি বাংলাদেশের সিনেমা না করার ঘোষণা দিয়েছি। আর কখনও এফডিসিতেও যাব না।”

অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আসলে ভালো থাকতে পারব না বলে আমি মনে করি।

আমি কলকাতায় কিছু সিনেমা নির্মাণের চিন্তাভাবনা করেছি উল্লেখ করে হিরো আলম বলেন, “বাংলাদেশে যেমন প্রযোজনা করেছি, হিরো হয়েছি, সেখানেও (টালিউড) আমিই প্রযোজনা করব এবং নায়ক হব। কলকাতার শিল্পীদের নিয়েই কাজ করব।”

হিরো আলম আরও বলেন, “দুই বছর আগে ‘বিজু দ্য হিরো’ নামের বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু করোনার কারণে শুটিং শুরু  হয়নি।”

ছবিতে নিজের চরিত্রের বিষয়ে তিনি বলেন, “এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করব। গ্রামের খুব সাধারণ একটি ছেলের কষ্টের জীবন নিয়েই সিনেমার গল্প। এই সিনেমায় আমাকে একজন দুধওয়ালার ছেলের চরিত্রে দেখা যাবে।”

Link copied!