• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বন্ধুত্ব, অতঃপর বিয়ে করলেন ক্লোজআপ তারকা রানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০১:৩৪ পিএম
বন্ধুত্ব, অতঃপর বিয়ে করলেন ক্লোজআপ তারকা রানা

ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীত পরিচালক এইচ এম রানা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ১২ বছর বন্ধুত্বের পর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) চিকিৎসক ডা: আফিয়া ফারজানা শাম্মীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রানা। কনে শাম্মী রাজধানীর একটি বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন।

বিয়ে ও কনের প্রসঙ্গে জানতে চাওয়া হলে সংবাদ প্রকাশকে রানা বলেন,‘‘আফিয়ার সাথে আমার দীর্ঘ বারো বছরের বন্ধুত্ব। এফ এম রেডিওতে চাকুরী করা অবস্থায় ওর সাথে আমার পরিচয়। এরপর সেটা রূপ নেয় বন্ধুত্বে । ও তখন স্কুলের ছাত্রী আর আমি সবে অনার্স শেষ করে মাষ্টার্সে ভর্তি হব। একইসাঙ্গে তখন আমি রেডিওতে কাজ করি। ও ছিলো আমার রেগুলার শো লিসেনার।’’

বন্ধুত্বের এই দীর্ঘ লম্বা সময়ে জীবনের নানান চড়াই উতরাই পাড়ি দিয়েছেন সংগীতশিল্পী রানা। তার ভাষায়, বন্ধুত্বের এই দীর্ঘ লম্বা সময়ে আমরা দেখেছি জীবনের নানান চড়াই উতরাই। কিন্তু কখনোই আমরা পিছপা হইনি। কোনো অবস্থাতেই কেউ কারো হাতটা ছেড়ে যাইনি। অত:পর আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করার। আর সেই বিয়েটাকে ভালোবাসায় স্মরনীয় করে রাখতে উভয় পরিবারের সিদ্ধান্তে আমরা ভ্য্যালেন্টাইন’স ডে কেই বিয়ের জন্য বেছে নিলাম।

ঘরোয়াভাবে বিয়ে হলেও আসছে জুলাইয়ে বড় পরিসরে বিয়ের আয়োজন করছেন রানা। তিনি বললেন, ‘‘আফিয়ার পরিবারের সবাই আমেরিকায় স্থায়ীভাবে থাকেন। তাই ওর বাবা মা ও পরিবারের অনেকেই বিয়েতে উপস্থিত ছিলেন না। কাছের কিছু আত্নীয় ও বন্ধুদের উপস্থিতিতে আকদ সম্পন্ন হয়েছে। আগামী জুলাইতে উভয় পরিবারের উপস্থিতিতে বিয়ের মূল আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে।’’ 
হানিমুনে কোথায় যাওয়া হচ্ছে জানতে চাইলে রানা বলেন, ‘‘ইচ্ছা আছে দুবাইতে বেশ কদিন কাটিয়ে আমেরিকায় পরিবারের সঙ্গে যোগ দেওয়ার।’’ 

Link copied!