• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১২:৪২ পিএম
ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

 

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।

রোববার (১৬ জানুয়ারি) আসাদুজ্জামান নূরের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

আহকাম উল্লাহ জানান, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আহকাম উল্লাহ আরও জানান, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেন নূর ভাই। তখনই তিনি করোনা পজিটিভ আসে। সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন আসাদুজ্জামান নূর। 

আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭২ সালে তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চদল "নাগরিক" নাট্য সম্প্রদায়ের সঙ্গে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। এই দলের দুটি নাটকের নির্দেশনা প্রদান করেছেন, যার মধ্যে দেওয়ান গাজীর কিসসা বহুল জনপ্রিয়তা লাভ করে।

নূর ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'এইসব দিনরাত্রি' (১৯৮৫), 'অয়োময়' (১৯৮৮), 'কোথাও কেউ নেই' (১৯৯০), 'আজ রবিবার' (১৯৯৯) ও 'সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড' (১৯৯৯)।

রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০ এরও অধিক। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল 'শঙ্খনীল কারাগার' (১৯৯২) ও 'আগুনের পরশমণি' (১৯৯৪)।

Link copied!