প্রসাধনী পণ্যের ব্যবসায় নামলেন ফারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:৪১ পিএম
প্রসাধনী পণ্যের ব্যবসায় নামলেন ফারিয়া

অভিনয়ে নিয়মিত নন ফারিয়া শাহরিন। বছরের বেশিরভাগ সময় থাকেন যুক্তরাষ্ট্রে। এবার সেখান থেকে ব্যবসার ঘোষণা দিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে প্রসাধনী এনে দেশের ভোক্তাদের কাছে বিক্রি করবেন ফারিয়া। এই ব্যবসার কার্যক্রম চলবে অনলাইনে। এজন্য একটি ফেসবুক পেজ চালু করেছেন তিনি। নাম দিয়েছেন ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’।

ফেসবুক স্ট্যাটাসে লিখেছন, “বিসমিল্লাহ্‌, খুলেই ফেললাম আমার পেজ ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’। আপনাদের সবার দোয়া ও অনুপ্রেরণা চাই। আমি নিশ্চিত করছি যে, আপনাদের সেরা পণ্যটি দেব এবং কখনো অভিযোগ করার সুযোগ দেব না।”

শোবিজ জগতের অনেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন। কেউ খুলেছেন ফ্যাশন হাউজ, কেউ দিয়েছেন রেস্তোরাঁ। এই তালিকায় আছেন সুজানা জাফর, অপূর্ব, মোশাররফ করিম, অহনা প্রমুখ।

Link copied!