প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন হিনা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০১:১২ পিএম
প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন হিনা খান

টেলিভিশনে যারা হিনা খানের ধারাবাহিক দেখে মুগ্ধ তাদের মুগ্ধতা আরও বাড়তে চলেছে। দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। শুধু তা-ই নয়, তাকে দেখা যাবে সুপারস্টার প্রভাসের বিপরীতে। ছবির নাম ‘বৃন্দাবন’। হিনা ভক্তদের জন্য এটা সুখবর বটে।

যদিও প্রভাসের বিপরীতে অভিনয়ের ব্যাপারে অভিনেত্রীর কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

May be an image of 1 person and standing

হিনা খানের সিনেমায় অভিষেক হয় গত বছর। বিক্রম ভাটের হাত ধরে সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমার মাধ্যমে বলিউডের ছবিতে অভিনয় শুরু করেন।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যাযয়’ ধারাবাহিকে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয় করে আলোচিত হন হিনা। ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’তেও অংশ নিয়েছিলেন তিনি।

May be an image of 1 person, hair, standing and outerwear

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

Link copied!