• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পূজার রূপে মুগ্ধ দর্শক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০১:৫৯ পিএম
পূজার রূপে মুগ্ধ দর্শক

শিশু শিল্পী থেকে এখন দেশের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্প্রতি তার মুক্তিপ্রতীক্ষিত ‘শান’ সিনেমার ‘ও দয়াল’ শিরোনামের একটি গানচিত্র প্রকাশিত হয়েছে অনলাইনে। কণ্ঠশিল্পী ঐশীর গানে ঠোঁট মিলিয়ে স্টেজ মাতিয়েছেন তিনি। পর্দায় তাকে গ্ল্যামারাসভাবে উপস্থান করা হয়েছে।

রাকিব হাসান রাহুলের কথায় সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান।

ভিডিওতে দেখা যায়, পূজা একজন গায়িকার ভূমিকায় লাইভ কনসার্টে গাইছেন। তার পরনে ঝলমলে পোশাক। অঙ্গভঙ্গিমায় ছড়িয়ে দিচ্ছেন রূপের আবেদন। ভিডিওটি দেখে ধারণা করা যায়, ‘শান’ সিনেমায় তাকে গায়িকার ভূমিকায় দেখা যেতে পারে।

এদিকে পূজাকে এমন আকর্ষণীয় রূপে দেখে মুগ্ধ দর্শক। মাত্র ১৬ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ৫৩ হাজার। এছাড়া শত শত মন্তব্যে দর্শকরা গানের প্রশংসা যেমন করেছেন, তেমনি পূজার গ্ল্যামারে মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন। 

সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। পুলিশ-অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনি লিখেছেন আজাদ খান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

Link copied!