পরীর সাময়িক মুক্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ১২:০৩ পিএম
পরীর সাময়িক মুক্তি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে তিনি বের হন এবং উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান। এ সময় তার হাতে ‘ডোন্ট লাভ মি বি*’ আঁকা দেখা যায়।

পরীমনিকে এক নজর দেখতে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল থেকে উৎসুক জনতার ঢল নামে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সামনে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালেও ছিল সেই ভিড়। পরীমনিও তাদের হতাশ করেননি। কারাগার থেকে বের হয়ে গাড়ি থেকে মাথা বের করে জনতাকে শুভেচ্ছা জানান তিনি।

কারগার থেকে বের হয়ে উৎসুক জনতার সঙ্গে সেলফি তোলেন পরীমনি। এ সময় তিনি সাদা পোশাক পরিহিত ছিলেন।

শুধু উৎসুক জনতার সঙ্গে নয়, পরীমনি নিজেও একা একা সেলফি তুলেছেন।

Link copied!