মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার হওয়ার পর ‘পরীমনি মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠনের পোস্টার ফেসবুকে ভাইরাল হয়। পোস্টারে সভাপতি হিসেবে কবি নির্মলেন্দু গুণের নাম উল্লেখ করা হয়। তবে সভাপতি হিসেবে বিভিন্ন সময়ে একেকজনের নাম বসিয়ে পুনরায় ফেসবুকে প্রকাশ করা হচ্ছে, যা দেশের জনপ্রিয় কবির দৃষ্টি এড়ায়নি। বৃহস্পতিবার এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
নির্মলেন্দু গুণ লিখেছেন, “আজ দেখলাম পরীমনি মুক্তি পরিষদের সভাপতি হিসেবে আমার নাম ও ছবি অপরিবর্তিত রেখে ওই সংগঠনের সাধারণ সম্পাদকের নাম ও ছবি পাল্টে দেওয়া হয়েছে। আজকের সাধারণ সম্পাদকের নাম হলো জনাব গজর উদ্দিন। গজর উদ্দিন সাহেবের আগে সাধারণ সম্পাদক ছিলেন আরেকজন। তার নাম ভুলে গেছি। তারও আগে ছিলেন আরেকজন। তার নামও ভুলে গেছি। ওদের কাউকেই আমি চিনি না। পরিমনি মুক্তি পরিষদের কারো সঙ্গে আমার কখনো কোনো কথাও হয়নি।”
তিনি আরো লিখেছেন, “আমি এই পোস্টার প্রচারের শুরুতেই অনুরোধ করেছিলাম ওই পোস্টার থেকে আমাকে মুক্তি দিতে। পোস্টারে আমার নাম ও ছবি ব্যবহার না করতে। কিন্তু ওরা আমার কথা শোনেনি। ওরা আমাকে স্থির রেখে সাধারণ সম্পদকের নাম ও ছবি ক্রমাগত পরিবর্তন করে চলেছে। এদের প্রকৃত পরিচয় জানা সম্ভব বলে মনে হয় না। ওরা পরিমনির নিঃশর্ত মুক্তির দাবিতে একটা ভুয়া পরিষদ গঠন করে ভুয়া নাম ও ভুয়া ছবি ব্যবহার করছে। আমার ছবি ও নামটা ভুয়া নয় এবং পাঠক মহলে কিঞ্চিত পরিচিত বলে মানুষ হয়তো মনে করছে বা করতে পারে—আমি আছি ওদের সঙ্গে। আসলে আমি এসবের কিছুই জানি না।”
তিনি তার লেখনিতে পরীমনির মুক্তি কামনা করে লিখেছেন, “আমি চাই ‘স্বপ্নজাল’ ছবিতে চমৎকার অভিনয় করে দর্শকচিত্ত জয় করা আমার ও আমাদের অনেকের প্রিয় অভিনেত্রী পরীমনি আইনী লড়াইয়ের ভিতর দিয়ে সসম্মানে মুক্তি লাভ করুন। বর্ষীয়ান সাংবাদিক এবং সুসাহিত্যিক জনাব আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিও চাই প্রতিভাময়ী নায়িকা পরীমনি যেন কোনো মহলের প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের শিকার না হন।”
এর আগে পরীমনির রুপের প্রশংসা করে নির্মলেন্দু গুণ লিখেছিলেন, পরীমনি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ সিনেমায়। ওর সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন। সৌন্দর্যের একটা সুষম বিকাশ আছে ওর দেহাবয়বে। তিনি পরীমনিকে সুচিত্রা সেনের সঙ্গেও তুলনা করেন।
এছাড়া ২০১৬ সালে কবি নির্মলেন্দু গুণের কবিতাকুঞ্জের জন্য এক লাখ টাকা প্রদান করেছিলেন পরীমনি। সেটা নিয়ে কবি নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।