• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পরীমনি কি বাংলাদেশের এলিজাবেথ টেলর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:২৩ পিএম
পরীমনি কি বাংলাদেশের এলিজাবেথ টেলর?

হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলর ইংল্যান্ডে জন্ম নেয়া ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। জীবনে মোট পাঁচ বার মনোনীত হয়েছেন অস্কারের জন্য। পেয়েছেন দু’বার।

টেলর শুধু অভিনয় প্রতিভা দিয়ে নয়, তার সৌন্দর্য ও আবেদনময়ী উপস্থিতির কারণে মন জয় করে নিয়েছিলেন লাখো মানুষের। তিনি গণমাধ্যমের চোখকেও সবসময় নিজের দিকেই টেনে রেখেছেন নানা ধরনের কাজ দিয়ে। তার মধ্যে একটি বিয়ে।

টেলর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আটবার। তার এই জীবনের সাথে মিলে যাচ্ছে বাংলাদেশের নায়িকা পরীমনির জীবন। পরীর বয়স ২৯, আর এরইমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন ৫টি। টেলরের থেকে মাত্র তিন ধাপ পিছিয়ে আছেন তিনি।

হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলর প্রথম বিয়ে করেছিলেন মাত্র সতেরো বছর বয়সে। ৭৯ বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত ৭ জন পুরষকে ৮ বার বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ একজনকেই তিনি বিয়ে করেছিলেন দুইবার।

বাংলাদেশে আলোচিত চিত্রনায়িকা পরীমনি যেন বিয়ের দিক থেকে পাল্লা দিচ্ছেন লিজের সঙ্গেই। বিভিন্ন সূত্র বলছে, ২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তার চাচাত ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়।

একই বছর ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এ বিয়ের স্থায়িত্বকাল ২০১২-২০১৪। এ সময় পরীমনি ঢাকায় এসে অভিনয় শুরু করেন।

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পরীর। এরপর একই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। অল্প দিন পরই সে বিয়েও ভাঙে।

২০১৯ সালের শেষ দিকে করা এই বিয়ে বিচ্ছেদে গড়ায় ২০২০ সালের শুরুতে। তবে বনানী ক্লাবে মাদককাণ্ডেও তামিমকে দেখা যায় পরীমনির পাশে।

এরপর নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন পরীমনি। কয়েক দিনের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায় তার। তিন টাকার দেনমোহরে এই বিয়ে স্থায়ী হয় ওই বছরের ১৬ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ পঞ্চম বিয়ে করেন শরিফুল রাজ নামের এক অভিনেতাকে গত ১৭ অক্টোবর। পরীমনির নতুন বিয়ে ও মা হওয়ায় খবর একসঙ্গে প্রকাশ পায় ১০ জানুয়ারি। পরী মা হতে যাচ্ছেন, এই খবরের আগে কেউ ঘূনাক্ষরেও জানতে পারেনি পরীর সর্বশেষ স্বামী কে?

গণমাধ্যমে পরীর সর্বশেষ বিয়ের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়ে যায় পরীচর্চা। সেখানে নেটিজেনরা পরীর প্রকাশ্য ও গোপন বিয়ে নিয়ে নানা বিষয়ে আলাপ শুরু করে। তাতে অবশ্য পরীর কিছু যায়আসেনি। তিনি আগের মতোই ‘ডেম কেয়ার’।

বাংলাদেশের রূপালী দুনিয়ায় পরীমনির মতো খবরের জন্ম দিতে পেরেছেন কতজন?

 

 

Link copied!