• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

পরীমনি অভদ্র, শাবানা ভদ্র মহিলা: বিপ্লব চ্যাটার্জী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৫:২১ পিএম
পরীমনি অভদ্র, শাবানা ভদ্র মহিলা: বিপ্লব চ্যাটার্জী

মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির খবর ওপার বাংলাতেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করার সুবাদে টলিউডে তিনি মোটামুটি পরিচিত। সেই সিনেমাগুলোর একটির নাম ‘রক্ত’। এটি পরিচালনা করেছিলেন ওয়াজেদ আলী সুমন। এই ছবিতে একটি গানে পরীমণির সঙ্গে কোমর দুলিয়েছিলেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। তিনিও গণামাধ্যমের কল্যাণে জেনে গেছেন পরীমনিকাণ্ড।

টলিউডের এই জনপ্রিয় অভিনেতার মতে পরীমনি অভদ্র মেয়ে। তার সম্পর্কে নানারকম কথা নেতিবাচক শুনেছিলেন তিনি। বিপ্লব চ্যাটার্জী বলেন, “পরীমনির সম্পর্কে অনেক কথা শুনেছি। যা আমার ভালো লাগেনি। সব রটনা তো মিথ্যে নয়। কিছু না থাকলে কি একজনের নামে এত বদনাম শোনা যায়!”

পরীমনি সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! কেবল নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!”

তবে দেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানার খুব প্রশংসা করলেন বিপ্লব চ্যাটার্জী। তিনি বলেন, “শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। তার স্বামীর সঙ্গেও আলাপ আছে। এই তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমনিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।”

কলকাতার একাধিক অভিনেতা নাকি বাংলাদেশে গেলে পরীমণির সঙ্গে দেখা করতে যান—এ প্রসঙ্গেও মুখ খোলেননি। জানিয়েছেন, এ ব্যাপারে ইন্ডাস্ট্রির কারোও খবর রাখেন না তিনি।

গত ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

সূত্র: আনন্দবাজার ডিজিটাল

Link copied!