• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পরীমনির স্বামী শরিফুল রাজ কে?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১২:৩৩ পিএম
পরীমনির স্বামী শরিফুল রাজ কে?

এই মুহূর্তে হাওয়ায় ভাসছেন পরীমনি। সোমবার (১০ জানুয়ারি) মা হওয়ার খবরের সঙ্গে নিজের বিয়ের কথাও গণমাধ্যমকে জানান তিনি। তার নতুন স্বামীর নাম শরিফুল রাজ।

চার মাস আগে ২০২১ সালের ১৭ অক্টোবর পরীমনিকে বিয়ে করেন রাজ। স্বাভাবিকভাবেই পরীমনির ভক্তদের মাঝে তার নতুন স্বামীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে। জানতে চাইছেন, কে এই রাজ?

শরিফুল রাজ নিজেও একজন অভিনয়শিল্পী। গুণী নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন রাজ। এর আগে র‌্যাম্প মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন। 

শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ ২০১৯ সালে মুক্তি পায়। তানিম রহমান অংশুর পরিচালনায় ছবিটি দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়ায়। 

রাজ ২০২০ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। ছবিগুলো কাজ শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

আবারও রেদওয়ান রনির পরিচালনায় ২০২১ সালে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন রাজ। এছাড়া ওয়েব সিরিজ ‘বিলাপ’, ‘মাইনকার চিপায়’ ও ‘ইনফিনিটি’তে অভিনয় করেছেন তিনি।

Link copied!