• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পরীমনির শারীরিক অবস্থা স্থিতিশীল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৭:০৩ পিএম
পরীমনির শারীরিক অবস্থা স্থিতিশীল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরীমনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা নির্মাতা চয়নিকা চৌধুরী। 
 
সোমবার (২৮ মার্চ) চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনির কয়েকটি ছবি পোষ্ট করে লিখেছেন,‌ ‘পরীমনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সব ভালো হবে। চিন্তা করোনা। অনেক প্রার্থনা তোমার জন্যে।’

পরীমনির শারীরিক অবস্থা নিয়েও সেখানে লিখেছেন সদ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চয়নিকা। তিনি লিখেছেন, পরীর হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০। মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিল ভয়ংকর ভাবে। এখনো এভারকেয়ারে ভর্তি আছে। এখনো স্যালাইন চলছে। অবস্থা এখন স্থিতিশীল।’

এদিকে, পরীমনি তার বিরুদ্ধে চলমান মাদক মামলার স্থগিত চেয়ে আবেদন করেছেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার (২৮ মার্চ) এ আবেদন করেন তিনি।

এ মাসের শুরুতে (১ মার্চ) পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেয়।

গত ৫ জানুয়ারি এ মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Link copied!