‘পরীমনির জামিন না হওয়া অদ্ভুত ব্যাপার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৬:২৬ পিএম
‘পরীমনির জামিন না হওয়া অদ্ভুত ব্যাপার’

চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়া ও জামিন না হওয়া খুবই অদ্ভুদ ব্যাপার বলে মন্তব্য করছেন নাট্য পরিচালক, নাট্যব্যক্তিত্ব, অভিনয় শিল্পী ও সাধারণ নাগরিকরা।

শনিবার (২১ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তরা এই মন্তব্য করেন। মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির ন্যায়বিচারের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “পরীমনিকে তিন বার রিমান্ডে নেওয়া হয়েছে। তারপরও তার জামিন হচ্ছে না। এটি খুবই অদ্ভুদ ব্যাপার। পরীমনি কোনো চুরি, ডাকাতি, খুন-রাহাজানি করেননি। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার মানুষও না। তারপরও তার জামিন হচ্ছে না। এটি জনমনে সংশয়ের সৃষ্টি করছে। সরকারের উচিত এই সংশয় দূর করা।”

মো. বারী নামের এক বক্তা বলেন, “এই ধরনের মামলায় আসামিকে কখনো তিনবার রিমান্ডে নেওয়ার রেকর্ড পাওয়া যায়নি। সাম্প্রতিককালে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। আমাদের একটিই কথা, আমরা চাই পরীমনি যাতে ন্যায়বিচার পায়। তার এই মামলার বিচারকাজ যেন সঠিক পথে এগোয়।”

চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, “পরীমনির গ্রেপ্তার প্রক্রিয়া থেকে শুরু করে তিন তিন বার রিমান্ডে নেওয়া, একই সঙ্গে মিডিয়া ট্রায়ালের জন্য উষ্কে দেওয়া এটি একটি বেআইনি কাজ। আইনের রক্ষক যারা, তারাই তো আইন ভঙ্গ করেছে। তাদের কী হবে। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক অধিকারের সুরক্ষা চাই। পরীমনি একজন অভিনয় শিল্পী, একইসঙ্গে বাংলাদেশের নাগরিক। তার আটক প্রক্রিয়া যদি বেআইনি হয়, তাহলে তার অবিলম্বে জামিন পাওয়ার কথা। আমরা তার জামিন চাই।”

নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী বলেন, “কোনো শিল্পী যদি কোনো ধরনের অসুবিধায় পড়েন, কোনো ধরনের সমস্যার মুখমুখি হন, তার পাশে দাঁড়ানো অন্য শিল্পীদের দায়িত্ব। আজকে পরীমনির ন্যায় বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।”

নাট্যনির্মাতা আজাদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব, নোমান রবিন, নোমান, মোস্তফা মননসহ আরও অনেকে। এতে সঞ্চালনা করেন অপরাজিতা সঙ্গীতা।
 

Link copied!